About

About the Platform

Friend of Animals - This platform is primarily a national platform to encourage innovative and technology-based initiatives of the youth towards building an animal-friendly society.

প্রাণীবান্ধব- এই প্ল্যাটফর্মটি মূলত প্রাণীবান্ধব সমাজ বিনির্মাণে যুব সমাজের উদ্ভাবনীমূলক ও প্রযুক্তি সমন্বিত উদ্যোগসমূহকে উৎসাহিত করতে বিশেষ জাতীয় একটি প্ল্যাটফর্ম।

about platform
animalday

World Animal Day

World Animal Day has a special significance in promoting the dignity and welfare of animals and above all creating the world as a suitable and livable environment for all animals. We believe it is very important to observe the day in Bangladesh keeping in mind the issue of climate change and overall environmental protection.

প্রাণীদের প্রতি মর্যাদা এবং তাদের কল্যাণমূলক কর্মকাণ্ডের মান বৃদ্ধি করা এবং সর্বোপরি বিশ্বকে সব প্রাণীর জন্য বাসযোগ্য ও জীবনধারণে সহায়ক সুপরিবেশ তৈরি করার ক্ষেত্রে বিশ্ব প্রাণী দিবসের আলাদা তাৎপর্য রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সার্বিক পরিবেশ সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশে দিবসটি পালন করা খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা বিশ্বাস করি।

Realizing the Importance

Realizing the importance of the day, it is imperative to take various steps. Since the establishment of the organization, Probha Aurora has been taking various initiatives around the Day across the country, considering all aspects and the theme of the day every year.

দিবসের মাহাত্ম্য উপলব্ধি করে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করাটাও খুবই গুরুত্বপূর্ণ। সকল দৃষ্টিকোণ বিবেচনায় রেখে এবং প্রতিবছরের দিবসের প্রতিপাদ্য বিষয়কে স্মরণে রেখে প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রভা অরোরা দিবসকে ঘিরে দেশব্যাপী নানামুখী উদ্যোগ গ্রহণ করে আসছে।

importance
celebrate

Importance of the Platform

This special platform has been created to celebrate the World Animal Day not merely limited to the day but throughout the year undertaking various activities. At the same time, the platform aims at ensuring the active participation of all- including international, government, private, social, business, youth organizations- to encourage teenagers and young adults towards taking animal-friendly, creative, technology-related initiatives.

এই বিশেষ প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে বিশ্ব প্রাণী দিবসকে শুধুমাত্র দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটি উদযাপন করা। একইসাথে কিশোর-কিশোরী ও তরুণ সমাজকে প্রাণীবান্ধব, সৃজনশীল, প্রযুক্তি সমন্বিত উদ্যোগ গ্রহণে উৎসাহিত করতে আন্তর্জাতিক, সরকারি, বেসরকারি, সামাজিক, ব্যবসায়িক, যুব-প্রতিষ্ঠানসহ সবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।